সাকিবকে দেখে শিখা উচিত – গিবস

সাজিদা জেসমিন »

বিপিএলের এ-ই আসরে শুরু থেকেই বেহাল দশা সিলেট থান্ডারের। দলের এ-ই অবস্থার জন্য স্থানীয় ক্রিকেটারদের মানসিকতাকে দায়ী করছেন দলটির কোচ হার্শেল গিবস। এক্ষেত্রে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফলো করার দিকে দৃষ্টিপাত করেন তিনি।

তিনি বলেন এখানকার স্থানীয় ক্রিকেটারদের রয়েছে ভাষা জটিলতা। পাশাপাশি রয়েছে ক্রিকেটীয় মানসিকতার অভাব। কোন পরিস্থিতিতে একজন প্লেয়ারকে রান নিতে হবে সেটাও না বুঝলে, সোই কন্ডিশনে ভালো করা মুশকিল। এছাড়াও তিনি অভিযোগ করেছেন স্থানীয় ক্রিকেটারগণ ভাষা বুঝেন নাহ। তাই গিবসের দেওয়া পরামর্শ ও তারা নিতে পারছেনা।

এ ব্যাপারে সাকিবের উদাহরণ টেনে তিনি বলেন – ‘ সাকিব বিগত কয়েক বছরে ভেলাটাকে বুঝতে শিখেছে। আর তাই সে তার ক্রিকেটীয় জ্ঞানকে কাজে লাগিয়ে ভালো পারফর্মেন্স করছে।’

তিনি আরো যোগ করেন –

‘এই বিশ্বকাপ চলাকালীন সময়ে সে নিয়মিতভাবে পরিস্থিতি বুঝে খেলার নিয়মে পরিবর্তন এনেছে। সে এমন একজন খেলোয়াড়,যার খেলা দেখে অন্যদের শেখা উচিত। সে কিন্তু শুরু থেকে আক্রমণে যায়না, তার টাইমিং ও বিচক্ষণতার সঠিকভাবে ব্যবহারটাই তাকে সাফল্য এনে দিয়েছে। এটাই প্রতিটা খেলোয়াড়ের মানসিক দিক, আমিও এ ব্যাপারেই বলতে চাই যখন বুঝতে পারবো তাঁরা (সিলেট থান্ডার প্লেয়ার) আমাকে বুঝতে পারছে তখনই আমি তাদের প্রয়োজনীয় সাহায্য করতে পারবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »