সাকিবকে টপকে ২ এ জাদেজা, শীর্ষে হোল্ডার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্টে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৭০ রান এবং বল হাতে ৬ উইকেটের অলরাউন্ডিং পারফরমেন্সে অলরাউন্ডার র্যাংকিং এ সাকিবকে পেছনে ফেলে ২ এ উঠে এসেছেন রবিন্দ্র জাদেজা। একধাপ পিছিয়ে ৩ এ এখন সাকিব আল হাসান। বরাবরের মতো শীর্ষ স্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

সর্বশেষ আইসিসি টেস্ট র্যাংকিং এ বড়সড় লাফ দিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দুই ইনিংসে সেঞ্চুরি করে ৫৩ তম অবস্থান থেকে উঠে এসেছেন ১৭তম অবস্থানে। ভালো খেলার পুরস্কার পেয়েছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও। ৩৮ ধাপ এগিয়ে ২৫ তম অবস্থানে উঠে এসেছেন মায়াঙ্ক।

বল হাতে প্রথম ইনিংসে ৭ উইকেট সহ মোট ৮উইকেট নিয়ে টপ টেনে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার বর্তমান অবস্থান দশ। ২ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে পেসার ভারতীয় মোহাম্মদ সামি।

র্যাংকিং এ এগিয়েছেন আফ্রিকান দুই সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক এবং ডিন এলগারও। কুইন্টন ডি ককের বর্তমান অবস্থান ৭ম এবং ডিন এলগার আছেন ১৪তম অবস্থানে৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »