নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে আগের ১১টি আসর শেষে ৬০০’র বেশি রান করতে পেরেছিলেন মাত্র দুইজন ক্রিকেটার। ২০০৩ সালে এই কীর্তী গড়েন ভারতের কিংবদন্তি ও ক্রিকেটের বরপূত্র শচিন রমেশ টেন্ডুলকার (৬৭৩) এবং ২০০৭ সালে এই কারনামা করেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান ম্যাথু হেইডেন (৬৫৯)।
অথচ এবারের বিশ্বকাপে সেমিফাইনালের আগেই ৬০০ রানের বেশি করে ফেলেছেন সাকিব আল হাসান, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার। এদের মধ্যে সবার আগে ৬০০’র গণ্ডি পার করেছিলেন সাকিব আল হাসান। পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাও ছিলেন শীর্ষে।
কিন্তু প্রথম পর্বের খেলা শেষ হতে হতে সাকিবকে আর শীর্ষে থাকতে দেননি রোহিত শার্মা ও ডেভিড ওয়ার্নার। শনিবার লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে সাকিবকে টপকে শীর্ষে ওঠেন রোহিত শর্মা। আর লিগ পর্বের শেষ ম্যাচে সাকিবকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা:
১. রোহিত শর্মা; ৮ ইনিংসে ৬৪৭ রান, সর্বোচ্চ ১৪০
২. ডেভিড ওয়ার্নার: ৯ ইনিংসে ৬৩৮ রান, সর্বোচ্চ ১৬৬
৩. সাকিব আল হাসান: ৮ ইনিংসে ৬০৬, সর্বোচ্চ ১২৪*
৪. অ্যারন ফিঞ্চ: ৯ ইনিংসে ৫০৭ রান, সর্বোচ্চ ১৫৩
৫. জো রুট: ৯ ইনিংসে ৫০০ রান, সর্বোচ্চ ১০৭