সাকিবই অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। শুক্রবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘অধিনায়ক তো সাকিব। এশিয়া কাপ, বিশ্বকাপ সব দিক দিয়ে বিবেচনা করে অবশ্যই প্রথম পছন্দ সাকিব আল হাসান।’

বিসিবি দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক ঘোষনা করতে চেয়েছিল। কিন্তু  আপাততো এশিয়া কাপ আর বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন সাকিব। সাকিব লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করবেন নাকি সাময়িক সময়, তিন ফরম্যাটেই অধিনায়ক থাকেবন কিনা সব প্রশ্নে উত্তর লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে দেশে ফেরার পর জানা যাবে।

পাপন বলেন, ‘এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ, বিশ্বকাপ এই বিয়ষ গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে অধিনায়ক করা হয়েছে। কতো দিন সাকিব অধিনায়ক থাকবেন, তিন ফরম্যাটেই থাকবে কিনা সব সাকিব আসলে আলোচনা করতে হবে। ও (সাকিব) আসলে কথা বলবো।’

সাকিব ছাড়াও অধিনায়ক হওয়া দৌড়ে ছিলেন সহ-অধিনায়ক লিটন দাস এবং অলরাউন্ডার মেহেদি মিরাজ। তবে এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো বড় আসরে অধিনায়কত্বের জন্য সাকিব ছাড়া বিকল্প কোনো অপশন ছিল না বিসিবির কাছে। শেষ পর্যন্ত অধিনায়ক সমস্যার অবসান হলো।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »