সাকিব ১০ উইকেট নিলেই কাজটা সহজ হয়ে যাবেঃ ইমরুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা পোশাকের ক্রিকেটে এমনি বাংলাদেশের সুখস্মৃতি হাতে গোনা অল্প। যদিও ২০০৯ সালে দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দলের সঙ্গে টেস্ট জয় করেছিল টাইগাররা। সর্বশেষ ২০১৮ সালের সিরিজে ৪৩ রানে অল আউট হয়ে বাজেভাবে হেরেছিল টাইগাররা।

যদিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাজে পারফর্ম থাকলেও এবারের সফরে খানিকটা আশাবাদী হচ্ছেন ইমরুল কায়েস। বাঁহাতি এই ওপেনার মনে করেন, দুই ইনিংসে সাকিব আল হাসান ১০টা উইকেট নিলেই কাজটা সহজ হয়ে যাবে। এছাড়া তাইজুল-মিরাজদের সেই সামর্থ্য আছেও বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ইমরুল বলেন,”ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরে আমরা ভালো খেলিনি। এবার পেস আক্রমণ, স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশা করি, আমরা যেন ম্যাচ না হারি। জিততে না পারলেও অন্তত যেন ড্র করতে পারি। আশা করি ভালো কিছু হবে।”

অ্যান্টিগায় রোমাঞ্চকর ম্যাচ হবে দাবি করে ইমরুল বলেন,”সাকিব যদি ৫ আর ৫, ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো আর কঠিন নয় (জয়)। কাজটা অনেক সহজ হয়ে যায়… বা ওখানে তাইজুল আছে বা যারাই আছে, সবারই সামর্থ্য আছে ১০ উইকেট নেওয়ার বা এরকম করার। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর ম্যাচ হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »