https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে এখন পর্যন্ত কম কটুক্তি বা বাজে মন্তব্য করেননি ভারতীয় ক্রিকেটাররা। শুধু ক্রিকেটাররাই নয় ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বা ধারাভাষ্যকাররাও এই কাতারে ছিলেন লম্বা সময় ধরেই। এবার সাকিব-মিরাজকে নিয়ে আবারও কটুক্তি করলেন ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক।
চলমান বিশ্বকাপ সহ সাকিব তার ক্যারিয়ারে এর আগের দুইটি বিশ্বকাপও খেলেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবেই। অর্থাৎ বিশ্বকাপে খেলার সময় তার মাথায় ছিল বিশ্ব সেরা অলরাউন্ডারের মুকুট। কিন্তু এই বিশ্বকাপে বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নামে তখন ভারতীয় একটি টিভি চ্যানেলে হিন্দি ভাষায় ধারাভাষ্যে যোগ দেন মুরালি কার্তিক।
সেই ম্যাচের ধারাভাষ্যের সময় মুরালি কার্তিক সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ সম্পর্কে বলেন, ‘স্পিনার তো তাকেই বলে, যে বল ঘুরাতে পারে। সাকি-মিরাজ বল ঘুরাতে পারে না সুতরাং তাদেরকে স্পিনার বলা যাবে না। হরভজন সিং কিংবা গ্রায়েম সোয়ান স্পিনার। তারা যেকোনো সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে।’