নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টের ২য় দিনে সকালের সেশনে বাংলাদেশ যখন ফিল্ডিংয়ে এক সমর্থক গ্যালারির দেয়াল টপকে সোজা মাঠে প্রবেশ করেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই সমর্থক। এই ঘটনা নিয়েই সাকিব মজা করে বললেন, “আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে”।
নিজের প্রিয় তারকা ক্রিকেটারকে কাছ থেকে দেখতে কে না চায়। আর এর জন্য বেশ কিছু অভিনব পন্থা বেছে নেয় সমর্থকেরা। এই যেমন হুট করে মাঠে প্রবেশ করা। তবে এটা এখন নতুন নয়। নিরাপত্ত বেষ্টনী টপকিয়ে সোজা মাঠে প্রবেশ করেছেন এর আগেও অনেকে। আর এবার এমন ঘটনার স্বাক্ষী হয়ে রইল চট্টগ্রাম টেস্ট। চলমান এই টেস্টে এক সমর্থক সোজা মাঠে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সাকিবকে।
কিন্তু যাকে ঘিরে এমন ঘটনা তিনি নিজেই একটু হকচকিয়ে গিয়েছিলেন। অবাক করা ব্যাপার হলো ২২ বছর বয়সী এই সমর্থকের নামও সাকিবের ডাক নামে নাম। ফয়সাল নামের এই ভক্ত মাঠে সবাইকে অবাক করে দিয়ে সাকিব আল হাসানকে “স্যালুট” জানান।
এবং এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন এবং ফুল দিয়ে হাঁটু মাটিতে গেড়ে শুভেচ্ছা জানান। আজকের দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়া বাংলাদেশ অধিনায়ক সাকিব এ ব্যাপারে বলেন, “সে আমাকে শুধু ফুল বাড়িয়ে নিতে বলেছিল। কিন্তু আমি ভাবলাম আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে (হেসে হেসে)”। একজন ভক্তের কাছ থেকে ভালোবাসা কে না পেতে চায়। কিন্তু খেলা চলাকালীন সময়ে এমন ভাবে ক্রিকেট মাঠে প্রবেশ করা উচিত নয়।
সাকিব বলেন, “আমি চাই না ম্যাচ চলাকালীন সময়ে এমন কিছু হোক। খেলার মাঠে এমনটা হওয়া উচিত নয়”। ম্যাচ চলাকালীন সময়ে এভাবে মাঠে প্রবেশের ঘটনা এর আগেও হয়েছে বাংলাদেশে। মিরপুরে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার এক ওয়ানডে ম্যাচে একজন সমর্থক এভাবে মাঠে প্রবেশ করে মাশরাফিকে জড়িয়ে ধরে। এর পরে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে এক দিনে দুবার এমন ঘটনা ঘটেছিল। কেবল বাদ ছিলো চট্টগ্রাম। এবার ষোল কলা পূর্ণ হলো।