সাকিব ভাই থেকে অভিষেক ক্যাপ পাওয়ার অনুভুতিটা সেরা ছিল: শান্ত

মারুফ ইসলাম ইফতি »

নাজমুল হোসেন শান্ত! জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারিদের একজন বলা হয় তাকে। সদ্য বিবাহিত তরুণ এই ক্রিকেটার বাংলাদেশ দলকে দিতে চান অনেক কিছু।

নিউজক্রিকেট টুয়েন্টিফোরের নিয়মিত লাইভ আড্ডায় অতিথি হয়ে এসে কথা বলেছেন ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। শান্তর কাছে সেরা মুহুর্ত অভিষেক টেস্ট ম্যাচের ক্যাপ, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে পাওয়ার মুহুর্তটি।

ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহুর্তের স্মৃতিচারণ করতে গিয়ে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরকে শান্ত জানানঃ প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে একদিন দেশের হয়ে খেলার।আমার স্বপ্ন যেদিন পূরন হয়েছিল সেদিন অন্যদের মতো আমিও খুব খুশি ছিলাম, তবে আমার খুশির মাত্রাটা দ্বিগুন হয়ে গিয়েছিল যখন আমি আমার প্রিয় ক্রিকেটার সাকিব ভাই (সাকিব আল হাসান) এর কাছ থেকে আমার অভিষেক ম্যাচের ক্যাপ পেয়েছিলাম।সত্যি বলতে কি তখনকার অনুভুতিটা বলে বুঝানোর মতো না।আমার লাইফের অন্যতম সেরা দিন ও সেরা মুহুর্ত ছিল দিনটি।

একজন ক্রিকেটার হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে শান্ত আরো জানান: আপাতত সামনে লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ধারাবাহিক পারফর্ম করে দলে নিয়মিত হওয়া। ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে, আশা করি সঠিকভাবে বাস্তবায়ন করে দলের জয়ে ভূমিকা রাখতে পারবো।এখনো অনেক কিছু শেখার আছে, ধীরে ধীরে নিজেকে আরো পরিণত করে জায়গা পাকাপোক্ত করতে চাই দলে। আপাতত চাই করোনা ট্রাজেডি শেষ হোক এবং মাঠে ফিরতে চাই দ্রুত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »