সাকিব বিহীন ভারত বধ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্ব ক্রিকেটের অত্যন্ত বিপদজনক ও শক্তির দাঁত যারা টি ২০ ক্রিকেটকে নিয়ে গিয়েছে অন্য জায়গাতে। সেই ভারতের বিপক্ষে প্রথম বারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন দিল্লিতে বাংলাদেশ দল। তবে আজব ব্যাপার হলো দলে নেই বাংলার প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশ না সমগ্র বিশ্ব যাকে টি ২০ ক্রিকেটের ফেরিওয়ালা বলে সেই সাকিব বিহীন কেমন করবে টাইগার বাহিনী সেটাই এখন চায়ের কাপের আলোচনা।

আমার মতে দলে ভারসাম্য আনতে নিশ্চিত একজন সলিড ব্যাটসম্যান ও একজন জেনুইন বোলার অতিরিক্ত খেলাতে হবে। সেক্ষেত্রে আমি বাজি ধরতে চাই সৌম্য ও আরাফাত সানিকে নিয়ে।

ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে লিটনের সাথে দেখতে চাই নতুন তুর্কি যাকে আমি ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতে চাই সে হচ্ছে মোহাম্মদ নাঈম শেখ।
সাকিবের জায়গা দিতে চাই সৌম্যকে।তারপর মুশফিক। এভাবে একে একে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, আফিফ তারপর বিপ্লবকে রাখতে চাই অর্ডারে।তারপর আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আল আমিন হোসেন।
এমন হলে বোলিংয়ে অবশ্যই কোন প্রভাব পড়বে না।

বোলিংয়ে শুরু করতে চাই আল আমিন ও মুস্তাফিজকে দিয়ে। তারপর বিপ্লব ও সানি।মাঝে বাঁহাতি ব্যাটসম্যান পেলে রিয়াদ ও ধ্রুবকে কাজে লাগাতে চাই।
এভাবে ম্যাচের কন্ডিশন রিড করে খেলতে পারলে আর ব্যাটসম্যানরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারলে জয়ের দারুণ সুযোগ দেখছি। কারণ আমাদের বুকে রয়েছে সাকিব বিহীন জয়ের অদম্য স্পৃহা।

শুভ কামনা টাইগার বাহিনী।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »