সাকিব ফিরতে না পারলে ক্রিকেট ছেড়ে দেবে: সালাউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। যার কারণে চলমান বিপিএলে ভালোভাবে ব্যাটিং করতে পারছেন না রংপুর রাইডার্সের হয়ে খেলা বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। শুধু মাত্র বোলিংটাই করতে পারছেন ভালো করে। গত দুই ম্যাচে তো ব্যাট হাতেই নামেননি তিনি।

সাকিবের ব্যাটিং সমস্যায় কয়েকদিন আগে এগিয়ে টিপস দিতে আসেন তার গুরু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানিয়েছেন সাকিব যদি আর পিরতে না পারে তবে ক্রিকেট থেকেই সড়ে দাড়াবেন। সালাউদ্দিন বলেন, ‘যদি সে (সাকিব) ফিরতে না পারে, তাহলে সে আর ক্রিকেট খেলবে না। যদি নাই ফিরতে পারে, তবে তো ক্রিকেট খেলবে না। ফিরতে পারবে বলেই সে এখনো মাঠে আছে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘সাকিব আর আমি কথা বললে বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী, সমাধান কী-এটা নিয়েই চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। আর যে কথা হয়েছে সেটা আসলে আমার ওপেনলি ডিসকাস করা ঠিক না।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »