সাকিব দেশে ফিরছেন ৩১ আগস্ট

নিউজ ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেট রাজ্যের  নায়কের ক্রিকেট মাঠে ফেরার বাকি মাত্র আর মাত্র ৬৪ দিন, এরপরই লাল সবুজের জার্সি গায়ে আবারো মাঠ মাতাতে পারবেন  বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তবে মাঠে ফেরার আগে ব্যক্তিগত ভাবে অনুশীলন করবেন নিজেকে আগের সেই ভয়ানক রূপে ফিরিয়ে আনতে। আর এই অনুশীলনের উদ্দ্যেশ্যে ৩১ আগস্ট দেশের বিমানে চড়বেন সাকিব আল হাসান।

ক্রিকেট তার মহানায়ককে নির্বাসনে পাঠিয়েছে এক বছরের জন্য। জুয়াড়ির প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দিলেও আইসিসিকে না জানানোয় সাকিবকে ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে এক বছর। করোনা বাংলাদেশে প্রভাব ফেলার শুরু থেকেই সাকিব অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে নিষেধাজ্ঞা প্রায় শেষ হয়ে‌ আসলে নিজেকে প্রস্তুত করার উদ্দেশ্যে নিজ উদ্যোগে অনুশীলন করবেন সাকিব আল হাসান। আর সেই লক্ষ্যে আগামী ৩১ আগস্ট দেশে ফিরবেন সাকিব।  নিষেধাজ্ঞার সময়ের বেশিরভাগ অংশই কাটিয়েছেন পরিবারের সাথে। তবে পেশাদার ক্রিকেটে ফেরার তাড়নায় দেশে ফিরেই শুরু করবেন অনুশীলন।

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে , এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট করে ৩১ আগস্ট রাতে ঢাকায় পা রাখবেন সাকিব। এরপর বিকেএসপিতে নামবেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে। দলের সঙ্গে ২৯ অক্টোবরের আগে করতে পারবেন না অনুশীলনও।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »