সাকিব-তামিমদের কাছে অনুপ্রেরণা হতে পারে জামাল ভুঁইয়ারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্ব ও ২০২৩ এশিয়া কাপ বাছাই পর্বে কলকাতার সল্ট লেকে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ ৩২ বছর পর ভারত বাংলাদেশ মুখোমুখি হওয়ায় দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়। কলকাতার সল্ট লেকে দেখা যায় প্রায় ৮০-৮৫ হাজার দর্শক । দর্শক কিংবা ফিফার অবস্থান সব দিক থেকে পিছিয়ে থেকেও ৯০ মিনিট শেষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। তবে জীবন বিপলুদের মিসের মহড়া না চললে জয়টা লাল সবুজেরই হতে পারতো। আমাদের থেকে এগিয়ে থাকা ভারতের কাছ থেকে তাদের মাটিতে একটি পয়েন্ট খসিয়ে আনাই বা কম কিসের?

জামাল ভুঁইয়ার ফ্রি কিকে সাদ উদ্দীনের হেড স্তব্ধ করে দেয় পুরো সল্ট লেককে। আড়াই বছর পর নিজেদের মাটিতে পরাজয়ের মুখ দেখার অপেক্ষায় ভারত তবে শেষ ২ মিনিটে আদিল খান পাল্টে দেয় সব গল্প চিত্র।
ভারতের মাটিতে ভারতের বুকে কাঁপন ধরিয়ে পয়েন্ট খসিয়ে আনাটা পরের ম্যাচ গুলোতে নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা দিবে। ম্যাচ শুরু আগে তো তারা নিজেরা বলাবলি করেছিলো ম্যাচ তো ভারতই জিতবে তবে আলোচনার বিষয় হচ্ছে ভারত ম্যাচটা কত ব্যবধানে জিতবে। ভারতের এমন আত্মবিশ্বাসের ঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে জামাল, সাদ উদ্দীনরা।

সামনের মাসে ৩ টি টি-২০ ও ২ টি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। ভারত সফরে প্রথমবারের মত কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে খেলতো নামবে দুইদল। ভারত সফরে বাংলাদেশকে হারিয়ে পূর্ণ ১২০ পয়েন্ট পাবে ভারতীয় দল এমনটাই ভাবছে ভারতীয় দর্শকরা । আর ভাববেই না কেন? ভারত যেন নিজেদের মাটিতে টেস্ট ক্রিকেটে এক অপ্রতিরোধ্য দল। টানা ১১ টি সিরিজ জয়ের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় তারা কতটা অপ্রতিরোধ্য। তাদের মাটিতে জয় তো দুরের কথা প্রতিযোগিতা করাটাও কষ্টকর হয়ে গেছে সফরকারী দলের জন্য।

২০১২ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিলো ভারত। আর তাদের মাটিতেই লড়বে সাকিব তামিমরা। জামাল ভুঁইয়ারা যেমন সল্ট লেককে স্তব্ধ করে পয়েন্ট ছিনিয়ে এনেছে সাকিব তামিমরা কি তা পারবে? সব কিছু নিজেদের বিপক্ষে থাকার পরও সল্ট লেকে জামাল, সাদরা যা করে দেখিয়েছে তা দেখে সাকিব তামিমরা অনুপ্রেরণা পেতেই পারে। এই অনুপ্রেরণাই পারে ভারতের অপ্রতিরোধ্য দেয়ালে ভাঙ্গন ধরাতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »