নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব ইস্যুকে বেশ বড় করেই দেখছেন মাইকেল ভনসহ বেশ কিছু ব্রিটিশ মিডিয়া৷ গত ২৯’শে অক্টোবর সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে এক বিতর্কিত টুইটকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় মাইকেল ভনকে। এদিন এক টুইটে তিনি বলেন,’ যাই হোক সাকিবের ব্যাপারে কোন সহানুভূতি নয়৷ ২ বছরের নিষেধাজ্ঞা তার জন্য যথেষ্ট নয়৷’ এটিকে ভালোভাবে নেননি সাকিব ভক্তরা৷ টুইটের জবাবে পাল্টা টুইটে বেশ সমালোচনার মুখেই পড়তে হয়েছে তাকে।
উক্ত টুইটের জবাবে রিটুইট করেন এক ভক্ত, সেখানে একটি ছবিতে উল্লেখ করা হয় ভনের পুরো ক্যারিয়ারের থেকেও সাকিব আল হাসানের বর্তমান ক্যারিয়ার সমৃদ্ধ। মাইকেল ভন তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে রান করেছেন ৭৭২৮ এবং উইকেট নিয়েছেন ২২টি৷ সাকিব আল হাসান এ পর্যন্ত ১১৭৫২ এবং উইকেট নিয়েছেন ৫৬২টি। ক্যাপশনে লিখেন ‘আগে লেভেলে এসো।’ আর এতেই ক্ষেপে যান ভন৷ সেই পোস্টের রিটুইটে ভন বলেন, ‘আমি গড়পড়তা মানের ক্রিকেটার এটা আমি মেনে নেই তবে আমি কখনও দূর্নীতিগ্রস্ত ছিলামনা।’
তিনি আরও বলেন, ‘সব খেলোয়াড়ই আজকের দিনে নিয়ম-কানুন জানে। যে কোন কাজের রিপোর্ট করা উচিৎ৷ যা সে করেনি। সে দূর্নীতিগ্রস্ত।’