https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলংকা ইমার্জিং দলের সাথে বাংলাদেশ ইমার্জিং দলের হোম সিরিজের ৩য় ওয়ানডেতে আজ সকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি (ইমার্জিং) দল।
দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ মোহাম্মদ নাঈম শেখ ১২ বলে ৬ রান করে সাজ ঘরে ফিরেন। ২য় উইকেট জুটিতে ওপেনার সাইফ হাসানের সাথে ৭৪ রানের জুটি করে আউট হন নাজমুল হাসান শান্ত ৪৭ বলে ৩৯ রান করে। এর পর ইয়াসির আলি ও বেশী সময় উইকেটে দাঁড়াতে পারনি।
মোহাম্মদ সাইফ হাসান ৪ চার ও ৭ ছক্কায় ১৩০ বলে ১১৭ রান করে আউট হন। আরেক দিকে আফিফ হোসেন ৬ চার ও ১ ছক্কায় ৭০ বলে ৬৮* রান করে অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ২৬৯ রান করেন।
শ্রীলংকার হয়ে বল হাতে কালানা পেরেরা ২ উইকেট শিকার করেন, ফার্নান্দো ও মেন্ডিস ও হাসারাঙ্গা ১ টি করে উইকেট নেন।
টার্গেট ৫০ ওভারে ২৭০ রান-
এর আগে ৩ ম্যাচ সিরিজের দুইদল ১-১ এগিয়ে আছেন।
-মিজবাহ উল হক ফিরোজ