সাইফুদ্দিনকে নিয়ে আশংকায় বোর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্থির অবস্থার মধ্যে কাটছে সাইফুদ্দিনের দিনগুলো। বিসিবি চিকিৎসক প্যানেল যে এখনো পুরোপুরি নিশ্চিতভাবে সুস্থতার নিশ্চয়তা দিতে পারছেন নাহ। তাকে নিয়ে সম্প্রতি হওয়া বোর্ড মিটিংয়ে চিকিৎসকেরা জানান অস্ত্রোপচারেও সাইফুদ্দিন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা সন্দেহ রয়েছে। এ-ই মুহূর্তে সাইফুদ্দিনের টানা বিশ্রাম আর রিহ্যাবের প্রয়োজন। সেটা কতদিন তা বলা মুশকিল।

দীর্ঘদিন যাবৎ ‘ব্যাক পেইনে’ ভুগলেও টানা খেলে গেছেন সাইফুদ্দিন। এক্ষেত্রে পেইন কিলার নিয়ে খেলতেন তিনি। টানা পারফর্মের ফলে ইনজুরি আরো বেড়ে গেছে৷ উপর থেকে ব্যাথানাশক ঔষধে কাজ হলেও ভিতরে ভিতরে ক্ষত আরো গাড় হয়েছে। যার কারণে ধারণা করা হচ্ছে যদি সাইফুদ্দিন এ-ই অবস্থায় টানা খেলেন, তাহলে হয়তো বড় কোন সার্জারির প্রয়োজন হতে পারে। যেটা আরো বেশি মারাত্মক।

ইনজুরিতে থাকলেও আসন্ন ভারত স্কোয়াডে রাখা হয়েছে সাইফুদ্দিন কে। তবে বোর্ড এ ব্যাপারে সাইফুদ্দিনের সিদ্ধান্তের উপরেই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। খেলা বাদ দিলে একজন খেলোয়াড় যেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন, তেমনি বহুদিনের চিরায়ত জায়গায় পুনরায় ফিরতেও কষ্ট হয়ে যায় পরবর্তীতে। সাইফুদ্দিন খেলতো চায়। যদিও বা ইংল্যান্ডে পাঠানো রিপোর্ট সমূহের ব্যাপারে এখনো কোন নির্দেশ আসেনি। বোর্ড এ ব্যাপারটি সম্পূর্ণ সাইফুদ্দিনের উপরি ছেড়ে দিয়েছে৷ সে চাইলে খেলতে পারে।

বোর্ড চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বলেন – ‘সাইফের চোট পুরোপুরিভাবে সারিয়ে তোলা সহজ নয়। এমনকি অস্ত্রোপচারেও লাভ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল- তাকে থাকতে হবে পূর্ণাঙ্গ বিশ্রামে। তবে সাইফুদ্দিন চাইলে তাকে দলে নিতে যেমনি আপত্তি নেই বোর্ডের, তেমনি চাইলে সাইফুদ্দিন খেলার অপারগতাও প্রকাশ করতে পারেন। চোটগ্রস্ত ক্রিকেটারের জন্য এই ‘অধিকার’টুকু রাখছে বোর্ড!’

এখন সমর্থকদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, সাইফুদ্দিন ভারত সিরিজ খেলবেন তো? নাকি ছিটকে যাবেন চোটের করাল গ্রাসে? উত্তরটা সাইফুদ্দিনের জন্যই তোলা রইলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »