https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামার জন্য বাংলাদেশ দল নটিংহাম ছেড়ে পাড়ি দিয়েছে সাউদাম্পটনে। আজ (শনিবার) ছিল না কোনো অনুশীলন। ম্যাচের ভেন্যুতে আজকে আফগানিস্তান-ভারত ম্যাচ থাকাতেই মূলত নিজেদের ঝালিয়ে নিতে পারেননি টাইগাররা। তবে ম্যাচের আগে আগামীকাল (রবিবার) অনুশীলন করবে পুরো দল।
সাউদাম্পটনে দল পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আগামী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে থাকলেও ঘুরে ফিরে নান্নুকে সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন আলোচিত সাইফউদ্দিন ইস্যু নিয়ে।
সাইফউদ্দিনের ইনজুরি প্রসঙ্গে নান্নু জানান, ‘বর্তমানে দুই জনের ইনজুরি আছে (সাইফউদ্দিন, মোসাদ্দেক)। তারা ধীরে ধীরে সেরে উঠছে। যেহেতু লম্বা সফর ছিল তাই আজকে ঐচ্ছিক অনুশীলন ছিল। যারা ইনজুরিতে আছে আশা করছি দ্রুত সেরে উঠবে তারা।’
‘ও (সাইফউদ্দিন) ইনজুরিতে। তবে মেজর না। এমন ইনজুরির জন্য আসলে অনেক সময় শরীর খারাপ করে। তার পিঠে ব্যথা অনেক আগেই ছিল আশা করি সামনের ম্যাচের আগেই সুস্থ হয় উঠবে সে।’
এদিকে আফাগ্নিস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে নান্নুর ভাষ্য, ‘সব দলকে নিয়েই সতর্ক থাকতে হবে। বিশ্বকাপে আসলে কোনো দলকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। তাই প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতি বিভাগে শতভাগ দিয়ে সফলতা আনতে হবে।’
‘যেই প্রতিপক্ষ হিসেবে থাকুক না কেন সবার বিপক্ষেই খেলতে হবে। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। সবারই ভালো প্রস্তুতি আছে।’