https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দল এখন পর্যন্ত নিজেদের কোটার ৬টি ম্যাচ খেলে ফেলেছে। হাতে আছে আর মাত্র ৩টি ম্যাচ। নিজেদের বিশ্বকাপ মিশনে সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বিকল্প নেই আফগানদের বিপক্ষে ম্যাচ জয়ের। সোমবার বিকার ৩:৩০ মিনিটে টাইগারদের মুখোমুখি হবে আফগানরা। তবে ম্যাচের হিসেব নিকেশ ছাড়িয়ে আলোচনা চলছে সাইফউদ্দিন ইস্যু নিয়ে।
অলরাউন্ডার সাইফউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ অজিদের বিপক্ষে ম্যাচে ইচ্ছে করেই খেলেননি তিনি। এমন অভিযোগের সত্যতা অবশ্য নিশ্চিত করতে পারেনি কোনো সঠিক সূত্র। এবার সাইফউদ্দিন প্রসঙ্গে মুখ খুললেন দলের হেড কোচ স্টিভ রোডস।
রোডস বলেন, ‘প্রথমত তার শারীরিক অবস্থা নিয়ে বলতে গেলে সে ভালো আছে। পিঠের ব্যথার কারণে তার বিশ্রামের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এজন্যই খেলতে পারেনি। তার শারীরিক অবস্থা এমন যে , সে বল করতে পারছিল না। যে বলই করতে পারে না তাকে তো দলে নেয়া যায় না। তার মানসিক অবস্থা কেমন সেটাও গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অসত্য।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘একজন খেলোয়ারের ব্যাপারে সত্যতা যাচাই করার আগে সেটা নিশ্চিত কতুন আপনি যেটা জানেন সেটা কতটুকু সত্য। ভালো করার জন্য আমরা মুখিয়ে আছি। কোনো মিথ্যা ছড়িয়ে গেলে সেটা ক্রিকেটারদের জন্য মোটেও ভালো কিছু নয়।’
নিজেদের বিশ্বকাপ জয়ের কথা জানিয়ে রোডস বলেন, ‘বিশ্বকাপ জিততে আমরা মরিয়া। এটাই চ্যালেঞ্জ। এটাই সেই পাহাড় যেটাতে চড়তে হবে।’