সাংবাদিকদের জন্য কঠিন হয়েছে আমাদের কাজ : মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইন্দোরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অভিষক্ত টেস্ট অধিনায়ক মুমিনুল হক। পেস বান্ধব উইকেট দেখে মুমিনুলের ব্যাট করার সিদ্ধান্ত দেখে অবাক হয়েছে প্রতিপক্ষের হয়ে আসা সবাই। ভারতের পেস ত্রয়ী শামি,শর্মা ও উমেশ যাদবের বোলিং তান্ডবে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ । বাংলাদেশ শিবিরে আঘাত হানতে ভুল করেননি রবিচন্দ্রন অশ্বিনও।

পেস বান্ধব উইকেটের সুবিধা পায়ে পায়ে গুনে নিয়েছে ভারতীয় পেসাররা তবে কম যাননি ভারতীয় স্পিনার অশ্বিন-জাদেজারাও। বাংলাদেশের ১০ উইকেটের ৭ টিই ভারতের তিন পেসার মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবের দখলে। পেসারদের পাশাপাশি জাদু দেখিয়েছেন ভারতীয় স্পিনার অশ্বিনও। অধিনায়ক মুমিনুল হক ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিজের ঝুলিতে ভরে নেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ১ উইকেটে ৮৬ রান সংগ্রহ করেছে ভারত। একমাত্র রোহিত শর্মার উইকেট ছাড়া আর কারও উইকেট তুলতে পারেন নি বাংলাদেশি বোলাররা। বাংলাদেশের এমন নাজেহাল পারফরম্যান্সের পর অনেক তীরবিদ্ধ প্রশ্ন শুনতে হবে সাংবাদিকদের কাছে থেকে এটা অনুমেয় ছিলো ১১ তম টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। তবে নিজেদের এমন দুর্দশার জনয় দোষ চাপিয়ে দিলেন সাংবাদিকদের উপর। তিনি মনে করেন সাংবাদিকদের জন্য পারফরম্যান্সের এই অবস্থা।

তিনি বলেন, ‘ আমরা মানসিকভাবে প্রস্তুত হয়েই খেলতে নেমেছি। আমি কিছু বললে আপনাদের কাছে হয়তো তা হাস্যকর মনে হবে কিন্তু ঐ টাই সত্যি। প্রতিটি সিরিজ শুরুর আগে আপনাদের কিছু ভুমিকা থাকে আমার কথাটা অন্য ভাবে নিয়েন না। আমরা আফগানিস্তানের সাথে খেলতে নামার আগে আপনারা প্রশ্ন করেন তাদের রশিদ খান আছে এই আছে সেই আছে। এসব বিষয় গুলো ভাবতে না চাইলেও আপনাদের প্রশ্নের কারনে মাথায় চলে আসে যা কি না আমাদের জন্য একটু কঠিন করে দেয়। ‘

এছাড়া তিনি আরও বলেন, ‘ আপনারা যে প্রশ্নই করুন না কেন উত্তর আমাকেই দিতে হবে। আপনারা এমন কিছু প্রসঙ্গ তুলে ধরেন যা আমাদের চিন্তাতেও ছিলো না। আপনারা বলার পর ঐসব মাথায় ঘুরপাক খায় আর কাজটা কঠিন হয়ে যায়। তবে আমাদের আরও শক্ত হবে মানসিক ভাবে। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »