নাফিসুল হক »
২০২০ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ১৭ জন ক্রিকেটার। ২৪ জন ক্রিকেটারের নাম জমা দিলেও বোর্ড ১৭ জন ক্রিকেটারের কথা বিবেচনায় এনেছে। এইবার লাল বল এবং সাদা বলের জন্য আলাদা আলাদা চুক্তি করা হয়েছে। লাল বলের চুক্তিতে আছেন ১১ জন ক্রিকেটার আর ১৩ জন ক্রিকেটার আছেন সাদা বলের চুক্তিতে। ৭ জন ক্রিকেটার আছেন উভয় ক্যাটাগরিতে। কিন্তু এইবার বিসিবি কিছু নিয়ম রাখছে। যে সকল প্লেয়ার উভয় ক্যাটাগরিতে আছেন তারা পুরো টাকা পাবেন না। যে ক্যাটাগরিতে এগিয়ে আছেন সেই ক্যাটাগরির টাকা পুরোটা পাবেন। এছাড়া অধিনায়করা পাবেন অতিরিক্ত ৩০ হাজার টাকা করে। এখন বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক।
তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্বে , মুমিনুল আছেন টেস্ট দলের দায়িত্বে আর মাহমুদউল্লাহ রিয়াদ আছেন টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে। তারা সবাই পাবেন অতিরিক্ত ৩০ হাজার টাকা করে। এছাড়া সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুবাদে মুশফিকুর রহিম পাচ্ছেন অতিরিক্ত ২০হাজার টাকা।
তামিম ইকবাল এই বারের চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন। ৬ লক্ষ ৩০ হাজার টাকা মাসিক বেতন পাবেন তিনি। এর পরেই আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তিনি পাবেন ৬ লক্ষ ১০ হাজার টাকা। মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন ৪ লাখ ৩০ হাজার টাকা যদিও তিনি লাল বলের চুক্তিতে নাই। মুমিনুল হক সাদা বলের চুক্তিতে না থাকলেও পাবেন ৩ লাখ ৩০ হাজার টাকা।
দেখে নেওয়া যাক এইবার ক্যাটাগরি অনুযায়ী বেতন এর পরিমান:
এ+ ক্যাটিগরি – ৪ লাখ টাকা
এ ক্যাটাগরি – ৩লাখ টাকা
বি ক্যাটাগরি – ২লাখ টাকা
সি ক্যাটাগরি – ১লক্ষ ৫০হাজার টাকা
ডি ক্যাটাগরি – ১লক্ষ টাকা।