সমালোচনার মুখে “দ্যা হান্ড্রেড” টুর্নামেন্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চারিদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কদর দিন দিন বেড়েই চলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ছোট ফরম্যাটে আইপিএল,বিপিএল,বিগব্যাশ,সিপিএল,টি-টেন এর পর নতুন করে যুক্ত হতে যাচ্ছে দ্যা হান্ড্রেড নামের একটি আসর। আগামী বছরের জুলাইয়ে ইংল্যান্ডে বসবে দ্যা হান্ড্রেডের প্রথম আসর। ইতিমধ্যে দ্যা হান্ড্রেড লীগের কর্তৃপক্ষ ড্রাফটের খেলোয়াড়, খেলার ফরম্যাটসহ সব কিছুই প্রকাশ করেছে।

টুর্নামেন্ট শুরু আগেই অবশ্য সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্ট। প্রথমবারের মত আয়োজিত দ্যা হান্ড্রেড টুর্নামেন্টির স্পন্সর পার্টনার হিসেবে নেয়া হয়েছে “কেসি স্ন্যাকস” নামের একটি জাঙ্ক ফুডের কোম্পানিকে। যাদের কাজই কি না অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করা যা শরীরের জন্য ক্ষতিকর। স্পন্সরের নাম প্রকাশের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের উপর ব্যাপকভাবে ক্ষেপেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মনে করেন তাদেরকে স্পন্সর দেয়া হলে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

কেসি স্ন্যাকসকে স্পন্সরশীপ দেয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ক্যারোলিন সেনরি ও ন্যাশনাল অবেসিটি ফোরামের চেয়ারম্যান টম ফ্রাই সহ আরও অনেকে চটেছেন। তবে তাদের এমন কথার পর কেসি স্ন্যাকস কোম্পানি জানিয়েছেন তারা তাদের পণ্য স্বাস্থ্যকর করে বাজারজাত করবেন আর ঐ দিকে ইংল্যান্ড জানিয়েছেন আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিলো এ ব্যাপারে। রয়টার্সকে জানিয়েছেন স্বাস্থ্য সচেনতায় তাদের অবস্থান আরও কঠোর হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »