সমালোচনার জবাব দিলেন আনুশকা শর্মা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যারা বলিউড মুভি দেখতে বেশি ভালোবাসেন তাদের কাছে আনুশকা শর্মা বেশ পরিচিত নাম। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও একজন তারকা। এখন অবশ্য তাকে মানুষ অন্য আরও একটি পরিচয়ে চিনে। ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সহধর্মিণী আনুশকা শর্মা। ভিরাট কোহলির সাথে প্রেম চলাকালে নানা সময়ে নানা ভাবে সমালোচিত হয়েছেন তিনি। তবে সেই সময় সমালোচনা গুলোকে ভিত্তিহীন বলে চালিয়ে দিতেন তিনি।

সদ্যই তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেন ভারতের সাবেক উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার। আর সে সমালোচনার জবাব দিতে ভুল করেন নি আনুশকা শর্মা। সম্প্রতি একটি প্রোগ্রামে গিয়ে ভারতের নির্বাচকদের সমালোচনায় মেতে উঠেন তিনি। আর নির্বাচকদের সমালোচনা করতে গিয়ে টেনে আনেন আনুশকাকে। সুযোগ পেয়ে তাকে নিয়েও সমালোচনা করেন ফারুখ ইঞ্জিনিয়ার।

ঐ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এরা আসলে কোন যোগ্যতায় নির্বাচক হয় আমি বুঝি না। এদের কি অন্তত ১০-১২ টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে? একজন নির্বাচককে তো আমি চিনিই না। বিশ্বকাপের সময় একজনকে ভারতের ব্লেজার পড়া দেখে তার কাছে জানতে চাইলাম তিনি কে? পরে সে উত্তর দিলো সে নির্বাচক। ভারতের নির্বাচকরা তো আনুশকাকে চা দিতেই ব্যস্ত সময় পার করেছে।’

এছাড়াও তিনি বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ করেন। আনুশকার খেলা দেখার টিকেট, ফ্লাইট, টিম মিটিংয়ে উপস্থিত থাকা, হাই কমিশনের দলের সাথে ছবি তোলা নিয়েও সমালোচনা করেন। আর এসব কিছু পছন্দ হয়নি আনুশকার তাই নিয়ে সমালোচনার জবাব দেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে তার নিজের অবস্থান নিজে পরিষ্কার করেন।

তিনি বলেন, ‘আমি নিজে টিকেট কিনে খেলা দেখি আর ফ্লাইটের ব্যবস্থাও আমি করি। আমি টিম মিটিংয়ে কখনোই থাকি না। নির্বাচক প্রক্রিয়া নিয়ে কথা বলবো এসবের তো প্রশ্নই আসে না।’

সেই সাথে ফারুখের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমি কেবল মাত্র একটি ম্যাচ দেখতে গিয়েছিলাম তবুও কি না সেটা ফ্যামিলি বক্সে। আমি নির্বাচকদের বক্সে বসিনি। আর হ্যাঁ আর একটা কথা আমি চা খাই না কফি খাই। আমাকে নিয়ে অযথা সমালোচনা করতে আসবেন না এসব আমার পছন্দ না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »