সত্যিকারের চ্যাম্পিয়ন যুবরাজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গত কয়েক বছর ধরে কেমন জানি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না যুবরাজ সিংয়ের। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সি গায়ে জায়গা হারিয়েছিলেন বেশ লম্বা সময় আগে। তবে ভারতীয় ক্রিকেটকে যুবরাজ দিয়েছেন দুহাত ভরে। সাক্ষী ছিলেন অনন্য সব অর্জনের।

২০০৭ বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই অলরাউন্ডার। ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যচে তো তার হাত ধরে শিরোপা জিতে আকাশী-নীল জার্সি ধারীরা। আজ (সোমবার) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং।

ক্যানসার জয়ী এই ক্রিকেটারের বিদায়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি অভিনন্দন জানিয়েছেন তাকে। পাশপাশি সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবেও আখ্যা দিয়েছেন যুবরাজকে।

কোহলি এক টুইট বার্তায় যুবরাজ সিংয়ের সাথে একটি ছবি সংযুক্ত করে বলেন, ‘দেশের জন্য দারুণভাবে খেলে গেছো তুমি বড়দা, অভিনন্দন। অনেকগুলো দারুণ স্মৃতি ও জয় উপহার দিয়েছো তুমি আমাদের। শুভ কামনা রইল তোমার জন্য। সত্যিকারের চ্যাম্পিয়ন তুমি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »