সংসদীয় বিশ্বকাপে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডে চলছে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল। রাউন্ড রবিন লিগ থেকে বাংলাদেশ দল বাদ পড়ে দেশে ফিরলেও ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপ খেলতে লন্ডনে অবস্থান করছে বাংলাদেশের সংসদ সদস্যরা।

আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের অন্যরকম বিশ্বকাপ শুরু হচ্ছে ইংল্যান্ডে। টুর্ণামেন্টির নামকরণ করা হয়েছে ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- ২০১৯। ১৫ ওভারের ম্যাচে উইন্ডিজ ও শ্রীলঙ্কা ছাড়া বাকি আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে এবারের আসরে। তবে সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি ম্যাচ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের সংসদীয় ক্রিকেট দলের বিপক্ষে।

এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাই-কমিশন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন।

ঘোষিত দলে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। অতিরিক্ত হিসেবে আছেন আরও ৮ জন। হেড কোচ দীপু রায় চৌধুরীর সঙ্গে সহকারী হিসেবে ২ জন। আছেন ট্রেনার ও ফিজিও। সব মিলিয়ে বাংলাদেশ দল ৩০ সদস্যের।

চলমান আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শেষ না হতেই আজ বুধবার (১০ জুলাই) থেকে শুরু হবে সাংসদদের এই বিশ্বকাপ। উদ্বোধনী দিনে লন্ডনের চিসউইক বার্লিংটন লেন মাঠে দুপুর ২টায় প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ তাদের বাকি দুটি ম্যাচ লন্ডসের উলউইচের মিলিটারি একাডেমি মাঠে সকাল ১০টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও দুপুর ২টা ৩০ মিনিটে মোকাবেলা করবে নিউজিল্যান্ডের সংসদয়ী ক্রিকেট দলের।

একদিন বাদে শুক্রবার (১২ জুলাই) কেন্টের বেকেনহ্যাম ক্রিকেট ক্লাব মাঠে সংসদ সদস্যদের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজেদের খেলা শেষে আমন্ত্রিত সংসদ সদস্যরা আগামী ১৪ জুলাই (রবিবার) ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে মাঠে বসে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখবেন।

বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল: নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল আরেং, মো. শফিউল ইসলাম শিমুল, মাশরাফি বিন মুর্তজা, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।

অতিরিক্ত খেলোয়াড়: নসরুল হামিদ বিপু, মোহাম্মদ শাহরিয়ার আলম, মো. জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান, মহিবুল হাসান চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামীম হায়দার পাটোয়ারি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »