নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের পারফরম্যান্সে যেনো ফাটল ধরেছে। ছন্নছাড়া এ দলটার নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। নিজের প্রথম এসাইনমেন্টে আফগানদের বিপক্ষে টেস্টে লজ্জাজনক ভাবে হেরে গেছেন। আগামীকাল (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে তার দ্বিতীয় এসাইনমেন্ট। তবে শিষ্যদের নিয়ে বাজি ধরতে পারলেন না টাইগারদের প্রধান কোচ ডোমিঙ্গো। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, ” ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ আমরা জিততে চাইছি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে জেতার গ্যারান্টি দেওয়া মুশকিল। এখানে যে কেউই জিততে পারে। তাই আগে থেকে আমি বলতে পারি না যে, আমরাই জিতবো। তবে হ্যাঁ, আমরা অবশ্যই ভালো খেলার চেষ্টায় থাকবো।” রঙিন পোশাকে শিষ্যদের এগিয়ে রেখে ডোমিঙ্গো বলেন, “রঙিন পোশাকে বাংলাদেশ যে কাউকেই কুপোকাত করার ক্ষমতা রাখেন টাইগার ক্রিকেটাররা। আমাদের দলে বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার আছেন, যারা বেশ অবিজ্ঞও বটে। তারা সবাইএকত্রে পারফরম্যান্স করলে, প্রতিপক্ষকে আমরা সহজেই ঘায়েল করতে পারি।” ডোমিঙ্গোর সাথে পেসার নিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যম। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট দলে ৩ জন পেসার রাখা হয়েছিলো, যদিও একাদশে দেখা যায়নি একজনকেও। আবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষণা করা দলেও রয়েছেন তিনজন পেসার। তবে কি পেসারদের নিয়ে বাড়তি পরিকল্পনা রয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে ডোমিঙ্গো জানান, “হ্যাঁ। এটা ভিন্ন ফরমেট, এখানকার উইকেটও আলাদা। আর তাছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। স্বভাবজাতভাবেই, ওখানকার উইকেট হবে পেস বান্ধব। সেদিক থেকে চিন্তা করলে, অবশ্যই পেসারদের নিয়ে আলাদা একটা পরিকল্পনাতো আছেই।” হারের বেড়াজাল থেকে বেরিয়ে আগামীকালের ম্যাচ দিয়েই বাংলাদেশ জয়ের ধারায় ফিরে আসবে, তবে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে দলের ক্রিকেটাররা জেতার জন্য মরিয়া। আর দলের জন্য এটা ভালো দিক। কেননা জেতার ক্ষুধা থেকেই প্রত্যেকটা ক্রিকেটার ভালো খেলার প্রতি উৎসাহিত হবেন।