শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবেন না মিচেল স্টার্ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গতকাল (সোমবার) প্রথম টি-টোয়েন্টি মুখোমুখি হয় দু দল। ওয়ার্নারের সেঞ্চুরি অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাস সব চেয়ে বেশি রানে (১৩৪) রানে জয় লাভ করে। সেঞ্চুরির সাহায্যে ওয়ার্নার ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টিতে শতকের দেখা পেলেন।

২৩৪ রানের টার্গেটে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ২০ ওভারে মাএ ৯৯ রান স্কোরকার্ডে জমা করতে সক্ষম হয়। অ্যাডাম জাম্পা ও স্টার্কের সামনে গুটিয়ে যায় সফরকারী লংকারা। বোলিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট নেন পেসার মিচেল স্টার্ক। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া দল।

মিচেল স্টার্ককে ছাড়াই বুধবার (৩০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নামবে। মিচেল স্টার্ক ভাইয়ের বিয়েতে অংশ নেবেন। যার ফলে তার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হচ্ছে না।

স্টার্কের অনুপস্থিতিতে গাব্বায় দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য স্ট্যানলাক ও শান অ্যাবট লড়াই করবেন। তাদের থেকে একজনকে দেখা যাবে স্টার্কের বদলি একাদশে। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ অক্টোবর গাব্বায় অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »