শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি নিয়ে কেন এতো আলোচনা?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

দামামা বাজছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসরের। আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সব মহা রথীদের লড়াই। ইতোমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে  সবকয়টি দল। শুধু দল ঘোষণাই নয় নয় বিশ্বকাপে ক্রিকেটারদের গায়ে থাকবে যে জার্সি সেটাও প্রকাশ করেছে কয়েকটি দল।

কিছুদিন আগে বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। সেই ঝড় সামাল দিতে শেষ পর্যন্ত জার্সির নকশা বদল করে ফেলে বিসিবি।

অন্যদিকে বাংলাদেশ দলের জার্সি নিয়ে যখন এত মাতামাতি তখন নিজেদের জার্সি প্রকাশ করেছে শ্রীলঙ্কা। জার্সি উন্মোচনের পর থেকেই প্রশংসায় ভাসছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তাহলে সেই জার্সির রহস্যটা কি?

সাড়া বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব প্রকৃতিকে গ্রাস করছে সেই পালে হাওয়া লাগিয়ে মানুষও কম দায়ী নয় পরিবেশ দূষণে। সমুদ্রের পানির সাথে মানুষের ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক ও বর্জ্য মিশে দূষিত করছে পানি। ফলে বিপন্ন হচ্ছে প্রাণীদের জীবন। আর সেই ভাবনা থেকেই সমুদ্র থেকে তুলে আনা প্লাস্টিক পরিশোধন করে বানানো হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি।

জানা যায়, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। লঙ্কান নৌ বাহিনীর প্রচেষ্টায় সমুদ্র থেকে আনা হয় এই প্লাস্টিক। এবং সেটা দিয়েই তৈরি হয়েছে জার্সি।

লঙ্কান ক্রিকেট বোর্ডের এমন কাজের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে পুরো শ্রীলঙ্কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »