নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় শ্রীলঙ্কা পৌঁছায় বাংলাদেশ দলের একাংশ। এরপর রাতে ভারত থেকে শনিবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। গতকাল রবিবার দলের সাথে যোগ দিয়েছেন রুবেল হোসেন।
আজ সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্কোয়াডে থাকা বাকি চার ক্রিকেটার। ঘরের মাঠে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডের জন্য দলের সাথে যেতে পারেননি মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও ফরহাদ রেজা। বাংলাদেশ সময় দুপুর পৌনে একটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহনকারী ফ্ল্যাইটটি কলম্বোর উদ্দেশে ছেড়ে যায়।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৯ জুলাই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে আগামীকাল ২৩ জুলাই (মঙ্গলবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।