শ্বাসরুদ্ধকর ম্যাচে নামিবিয়ার সুপার ওভারে জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের ৩য় ম্যাচে আজ ওমানকে সুপার ওভারে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে নামিবিয়া। ওমানের গড়া ১০৯ রানের জবাবে নামিবিয়ার ইনিংসও শেষ হয় ১০৯ রানে। সুপার ওভারে ভিসে ও ইরাসমাসের ব্যাটিং নৈপুণ্যে ২১ রান সংগ্রহের পর ওমানকে ১০ রানে আটকে দিয়ে জয় তুলে নেয় নামিবিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে থাম্পলম্যান ও ডেভিড ভিসের ৩ উইকেট শিকারের ফলে ওমান ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়। ৩৯ বলে ৩৪ রান করেন খালিদ। জিসান মাকসুদ ২০ বলে ২২ ও আয়ান খান ২১ বলে ১৫ রান করেন। থ্যাম্পলম্যান ৪, ভিসে ৩ ও ইরাসমুস ২ উইকেট শিকার করেন।

১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে জয়ের কাছাকাছি পৌছে গেলেও ওমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দুই ওভারে ১৪ রানের হিসেবও মেলাতে পারেনি নামিবিয়া। ভিসের ৮ বলে ৯ রানের সুবাদে ২০ ওভারে ১০৯ রানে শেষ হয় নামিবিয়ার ইনিংস।

ম্যাচ সুপার ওভারে গড়ালে ডেভিড ভিসের ৪ বলে ১৩ ও ইরাসমাসের ২ বলে ৮ রানের সুবাদে ২১ রান সংগ্রহ করে নামিবিয়া। জবাবে ভিসের করা ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করে ওমান। দূর্দান্ত জয় তুলে নেয় নামিবিয়া।

থাম্পলম্যান ৪ উইকেট শিকার করলেও ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৮ বলে ৯ রান করে ম্যাচ টাই করার পর সুপার ওভারে দূর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ভিসে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »