নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারত সফর করছে। যেখানে আর মাএ একটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। দু ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইন্দোরে ইনিংস ব্যবধান ও ১৩০ রানে হারে। এখন টাইগারদের লক্ষ্য কলকাতায় টেস্ট সমতা।
বাংলাদেশ ও ভারত প্রথম বারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। তাছাড়া দিবারাত্রির এ টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে। দু দলই নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছে এ টেস্ট ম্যাচ দিয়ে। কেননা দু দলের জন্য প্রথম গোলাপি বলে দিবারাত্রির ম্যাচ।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’তে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে অর্থাং ইডেন গার্ডেনে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইডেনের ঐতিহ্যবাহী বেল বাজিয়ে শুরু হবে ম্যাচটি। আর বেল বাজাবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। আরো অনেক আয়োজন রয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ঘিরে।
শেখ হাসিনার আগমন উপলক্ষে ইতোমধ্যেই নানা আয়োজনে হাতে নিয়েছে ‘সিএবি’। যার মধ্যে ৫০ পদের মধ্যাহ্নভোজের সঙ্গে রয়েছে বিশেষ শালের ব্যবস্থা। ইডেনে যেখানে রান্না হবে, সেখানে সিসিটিভি বসানো হচ্ছে। জানা গেছে বিষেশ নিরাপত্তার মধ্যে দিয়ে হবে সকল কার্যক্রম।
ভারতীয় দৈনিক এই সময় জানাচ্ছে, শেখ হাসিনা যে বক্সে বসবেন, তার আগের দুটো রো-তে কর্ডন করার কথা বলেছেন তারা। তার বক্সে ল্যান্ডলাইন ফোন ও ওয়াই ফাই থাকবে। হাসিনার সঙ্গে আসবেন ‘ফুড টেস্টার’-ও। একই সাথে তিনি কোন পথ দিয়ে বিসি রায় ক্লাব হাউসে প্রবেশ করবেন, যে লিফটে চড়ে তিনি তিন তলায় উঠবেন, সেখানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ম্যাচ চলাকালীন অর্থাৎ বেলা তিনটার পর হাসিনার হোটেলে ফিরে যাওয়ার কথা। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইডেনে উপস্থিত হবেন তিনি। ডিনারের পর অংশ নেবেন সংবর্ধনা অনুষ্ঠানে। প্রথম দিনের খেলা শেষে ক্রিকেটের নন্দনকাননে সম্মান জানানো হবে ২০০০ সালে ভারত-বাংলাদেশের মধ্যে আয়োজিত প্রথম টেস্টে খেলা দুই দলের ক্রিকেটারদের।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সূত্রঃ – এসএনপিস্পোর্টস টুয়েন্টি ফোর