নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শিবিরে শুরুর দিকেই আঘাত হানে পেসার শফিউল ইসলাম। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে ওপেনার অভিসেসে ফার্নান্দোকে ক্যাচ আউটের শিকার করে সাজঘরে ফেরত পাঠান শফিউল।
তবে এরপর আর কোনো ব্রেক থ্রু এনে দিতে পারননি বাকি বোলাররা। কুশল পেরেরা ও দিমুথ করুনারত্নে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ২০ ভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯৫ রান।
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে সিরিজটি ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ফলে এই ম্যাচটি তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।