শুরুতেই কলঙ্কিত বিশ্বকাপ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সবে মাত্র শুরু হল। তবে শুরু থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বকাপের এই আসরকে।

গত বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে খেলার প্রান যেখানে দর্শকরাই সেই খেলাই দেখতে পারেননি দর্শকরা! প্রথম দিনের ম্যাচ শুরু হবার আগে স্টেডিয়ামের গেটের সামনে প্রচণ্ড ভিড় লেগে থাকায় দর্শকরা মিস করেছেন উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধ।

ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে পাকিস্তান-উইন্ডিজ ম্যাচের দিনও। এবার অবশ্য জটিলতা আরও ঘনীভূত হয়েছে। টিকিট জটিলতায় পুরো ম্যাচটাই মিস করেছেন অধিকাংশ ভক্তরা! টিকিট প্রসেসিংয়ে জটিলতা ও পাকিস্তান দলের স্বল্প সময়ে গুটিয়ে যাবার কারণেই ম্যাচ মিস করেছেন দর্শকরা।

পাকিস্তান উইন্ডিজের ম্যাচ সর্বমোট হয়েছে প্রায় আড়াই ঘণ্টার মত। আর স্টেডিয়ামের সামনের ভিড় ঠেলে টিকিট কাটতে গিয়েই কারো কারো লেগেছে দুই ঘণ্টা। ফলে তারা ম্যাচের শেষের কিছু অংশ দেখতে পারলেও বাকিরা ছিলেন বঞ্চিত। টিকিট ব্যবস্থায় এমন জটিলতা থাকায় অবশ্য দুঃখ প্রকাশ করা হয়েছে আইসিসির পক্ষ থেকে।

বিশ্বকাপ আয়োজনের মহাব্যবস্থাপক স্টিভ এলওয়ার্থি জানান, ‘আজকে (শুক্রবার) টিকিট জনিত সমস্যার কারণে আমরা ক্ষমা চাচ্ছি। সারা বিশ্বের ১২০টি দেশে আমরা প্রায় ৭ লক্ষ টিকিট পৌঁছে দিতে পেরেছি। কিন্তু বেশ কিছু টিকিট পৌঁছায়নি। স্টেডিয়ামের গেট থেকে ওই টিকিট সংগ্রহ করতেগিয়ে ঝামেলায় পড়েছেন দর্শকরা।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »