নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুলত ক্রিকেট নিয়েই বেশি লেখেন, বলেন। আর যা বলেন বা লেখেন সেখানে কোন ধরনের ভণিতা নেই। ঠিক কাট কাট। স্পষ্ঠভাষায়। স্পষ্ঠ উচ্চারণে। তবে শুধু ক্রিকেটই নয়, ফুটবলসহ দেশের অন্যান্য স্পোর্টসেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন এম. এম. কায়সার। অধুনা মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও দারুণ চৌকষ। যাকে বলে পুরোদুস্তর অলরাউন্ডার। দেশের অভিজ্ঞ এবং ভীষণ কর্মতৎপর এই ক্রীড়া সাংবাদিকের জন্মদিন আজ।
শুভ জন্মদিন ভাইয়া!
পঞ্চাশে পৌছেও টগবগে তারুণ্যের ঝলকে লেখা-বলায় এবং আঙ্গিকে একজন ভাল মানুষ, একজন সুখী মানুষ এম. এম. কায়সার। এমন আনন্দ-উচ্ছ্বলতায় কাটুক জীবন ইনিংস। আনন্দ-হাসি আর নিজস্বতায় পূর্ণ হোক জীবন; জন্মদিনে এই প্রার্থনা!
ভাল থাকবেন।