https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর্দা নেমেছে রবিবার। টুর্নামেন্টে প্রথমবারের মত শিরোপার স্বাদ গ্রহণ করেছে স্বাগতিক ইংল্যান্ড। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে দুর্ভাগ্যক্রমে হেরে বসেছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপ শেষে আইসিসি তাদের ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে ওয়ানডেতে সেরা অলরাউন্দার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ওয়ানডের সেরা ব্যাটসম্যান হিসেবে রয়েছেন বিরাট কোহলি এবং বোলার হিসেবে সবার উপরে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।
এক নজরে দেখে নেয়া যাক ওয়ানডেতে আইসিসির সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকা
ক্রমিক | ব্যাটসম্যান | দেশ | রেটিং |
১ | বিরাট কোহলি | ভারত | ৮৮৬ |
২ | রোহিত শর্মা | ভারত | ৮৮১ |
৩ | বাবর আজম | পাকিস্তান | ৮২৭ |
৪ | ফাফ ডু প্লেসিস | দক্ষিণ আফ্রিকা | ৮২০ |
৫ | রস টেলর | নিউজিল্যান্ড | ৮১৭ |
এক নজরে সেরা পাঁচ ওয়ানডে অলরাউন্ডারের তালিকা
ক্রমিক | অলরাউন্ডার | দেশ | রেটিং |
১ | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৪০৬ |
২ | বেন স্টোকস | ইংল্যান্ড | ৩১৯ |
৩ | মোহাম্মদ নবী | আফগানিস্তান | ৩১০ |
৪ | ইমাদ ওয়াসিম | পাকিস্তান | ২৯৯ |
৫ | রশিদ খান | আফগানিস্তান | ২৮৮ |
এক নজরে দেখে নিন ওয়ানডেতে সেরা পাঁচ বোলারের তালিকা
ক্রমিক | অলরাউন্ডার | দেশ | রেটিং |
১ | জাসপ্রিত বুমরাহ | ভারত | ৮০৯ |
২ | ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড | ৭৪০ |
৩ | কাগিসো রাবাদা | দক্ষিণ আফ্রিকা | ৬৯৪ |
৪ | প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | ৬৯৩ |
৫ | ইমরান তাহির | দক্ষিণ আফ্রিকা | ৬৮৩ |