https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের এবারের টুর্নামেন্টে ইংল্যান্ড দল ফেভারিটের তালিকায় প্রথম দিকে থাকলেও নিউজিল্যান্ড সেই তুলনায় ছিল আন্ডারডগ। ফলে ফেভারিট হিসেবে নিজেদের দাবি করতে পারেনি কেন উইলিয়ামসনের দল। তবে ফাইনালে এসে যে ম্যাচ উপহার দিয়েছে তারা সেটা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে চিরকাল।
গত বিশ্বকাপে ইংল্যান্ড দল বাংলাদেশের কাছে হেরে বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকেই। সেই দলের অধিনায়ক ছিলেন মরগান। চার ক্যালেন্ডার ঘুরে যখন নিজেদের ঘরের মাঠে বসেছে বিশ্ব আসর তখন শেষ হাসিটাও নিজেরাই হাসলেন ট্রফি জিতে।
ম্যাচ শেষে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মরগান বলেন, ‘ম্যাচে পার্থক্য ছিলা না খুব বেশি। এমন ম্যাচ খেলে বেশ অবাকই হয়েছি। উইলিয়ামসনের সাথে এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই আমি। তারা তাদের উদ্যোম প্রকাশ করেছে। ম্যাচটা কঠিন ছিল।’
নিজের দলের বাকি ক্রিকেটারদের কথা জানাতে গিয়ে মরগানের ভাষ্য, ‘গত চার বছরে নিজেদের অনেক উন্নতি করেছি। বিশেষ করে গত দুই বছরে। ক্রিকেট বিশ্ব এখন আমাদের। ছেলেরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলেছে। দুই দলের মধ্যে খুব বেশি তফাত ছিল না।দিন শেষে ট্রফি জিততে পেরে আমরা আনন্দিত।’
‘স্টোকস, আর্চার ও বাটলারকে কৃতিত্ব দিতেই হবে। আর্চার যত খেলে ততই উন্নতি করে। ক্রিএক্ট এখন তার পায়ের নিচে।’