শান্তর কণ্ঠে সিরিজ পরাজয়ের আক্ষেপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৬ বছরে নিউজিল্যান্ডের মাটি ১৮ ম্যাচে তাদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জয়ের রেকর্ড ছিল না। অবশেষে সেই অধরা জয় ধরা দিয়েছে টাইগাদের হাতে। কিন্তু জয়টা যে এতোটা দাপুট হবে সেটা হয়তো কল্পনাতে ছিল না বাংলাদেশের।

ম্যাকলিন পার্কে আগে ব্যাট করে কিউইরা ৯৮ রানে অলআউট হয়। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে কিউইদের ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সর্বনিম্ন এবং ২০০৭ সালের পর সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ম্যাচ জিততে পারায় খুশি তিনি । তবে সিরিজ জয়ের আক্ষেপ করেছেন অধিনায়ক। শান্ত বলেন, ‘যদি ইতিহাস দেখেন, অবশ্যই আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি, একটা ম্যাচ জিততে পেরেছি। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো সিরিজ জিততে এসেছিলাম। প্রথম ম্যাচটায় একটু আনলাকি ছিলাম বৃষ্টির কারণে। আমাদের বোলিং অপশনগুলো আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে এক ম্যাচ জিততে পেরেও অবশ্য খুশি। তবে সিরিজ জিততে পারলে আরো ভালো লাগতো।’

কিউইদের এতো অল্প রানে আটকে রাখতে পারবেন সেই চিন্তা অধিনায়কের মাথায় ছিল না। অধিনায়ক বলেন, ‘না, এরকম তো চিন্তা করিনি। আমরা যে জিনিসটা পুরো সিরিজে করেছি তা হলো প্রসেসটা কি, ওটাই শুধু করার চেষ্টা করেছি। যখন আমরা লম্বা সময় ধরে ভালো বোলিং করেছি, তখন উইকেট পেয়েছি।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »