শান্ত জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট টেস্ট জয়ের ব্যাপারে আগে থেকেই আত্মবিশ্বসী ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলকে অনুপ্রেরণা দিতে নয় জয়ের ব্যাপারে আসলেই আশাবাদী ছিলেন অধিনায়ক। ম্যাচে শেষে একথা জানিয়েছেন শান্ত নিজেই। জানান, এই জয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাতে কাজে দেবে।

সিলেট টেস্টে সাবেক টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ১৫০ রানের বড় ব্যবধানেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সাইকেলে শুরুটাও হলো জয় দিয়ে।

বিশ্বকাপে ভরাডুবির পর লাল বলের ক্রিকেটে কিউইদের বিপক্ষে চ্যালেঞ্জটা ছিল বেশি। টেস্ট শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবেন তারা। এমন দারুণ জয়ের পর মনে হচ্ছে নিউজিল্যান্ডকে বলে কয়েই হারিয়েছে টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানিয়েছেন নিউজিল্যান্ডকে হারানোর মতো আত্মবিশ্বসটা দলের সবার মধ্যেই ছিল।

শান্ত বলেন, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম। দলের কাউকে মোটিভেট করার জন্য বলিনি। সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম যে, এখানে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা যে শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি যখন দেখেছি প্রতিটি ক্রিকেটার ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে, আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমার তখনই করেছি।’

শান্ত জানান সিরিজটা জিততে চান তারা। তবে ঢাকা টেস্টে আবার নতুন করে শুরু করতে হবে তাদের। অধিনায়ক বলেন, ‘একটি ম্যাচ এখনও বাকি। অর্ধেক কাজ হয়েছে মাত্র। এমন নয় যে ওখানে (মিরপুরে) যাব আর জিতে যাব। আবারও ৫টি দিন কষ্ট করা লাগবে। চেষ্টা করব, পরের ম্যাচে এখান থেকে আরও উন্নতি করে কীভাবে জিততে পারি।’

 

নিউজিক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »