নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শরিফুল ও মোস্তাফিজের ডাবল ‘তিন’ উইকেট শিকারে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়ে টানা তিন জয় নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পয়েন্টস টেবিলের শীর্ষে গাজী গ্রুপ চট্রগ্রাম।
১৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তামিমের ভালো শুরুর পরেও ১০ রানে ম্যাচ হারে বরিশাল। তামিমের ৩২ ও আফিফের ২৪ ছাড়া শরিফুল-মুস্তাফিজদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। রান রেটের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ১০ রানে হারতে হয় ফরচুন বরিশালকে। ৪ ওভারে ২৭ রানে শরিফুল ৩ টি ও ২৩ রানে মুস্তাফিজ নেন ৩ উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিটন দাশের ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভালো শুরু পায় চট্রগ্রাম। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে একসময় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০২ রান। শেষদিকে সৈকত আলীর ৩ ছয় ও ১ চারে ১১ বলে ২৭ রানের ক্যামিও তে শেষ দুই ওভারে আসে ৩০ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৫১ রান সংগ্রহ করে চট্রগ্রাম। মোসাদ্দেক হোসেন করেন ২৪ বলে ২৮ রান। বরিশালের পক্ষে ৪২ রানে ২ উইকেট নেন আবু জায়েদ রাহী।