সাজিদা জেসমিন »
আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের চেয়ে ২১৬ রানে পিছিয়ে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে ফজলে মাহমুদ রাব্বি শতক হাঁকান। তার শতকে ২৬২ রান আসে প্রথম ইনিংসে। জবাবে ব্যাট করতে নেমে শফিউলের অগ্নিঝড়া বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে দলীয় ৪৬ রান সংগ্রহে দিন শেষ করেছে উত্তরাঞ্চল।
উত্তরাঞ্চল ব্যাট করতে নেমেই উইকেট হারাতে শুরু করে। শফিউলের তোপে প্রথম ওভারেই খুইয়ে দিতে হয় ৪টি উইকেট। রানের রথ ঘুরানোর সময়টাও পায়নি উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা।
এরপর ঘুরে দাঁড়াতে চাইলে আবারৌ শফিউলের আঘাতে খুইয়ে দিতে হয় আরো একটি উইকেট। বোল্ট হয়ে ফিরেন সানজামুল। দ্বিতীয় দিনের শুরুটা করবেন রনি এবং তানভীর।
এর আগে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে এসে বিপাকে পড়ে দক্ষিণাঞ্চল। রানে ফেরার আগেই তাসকিনের এট্যাকে হারাতে হয় ওপেনার নাফিসকে। এরপর জুটি গড়ার চেষ্টা করলে দলীয় ৩০ রানের সময় বিজয়কে বোল্ড করে ফেরান এবাদত।
দ্রুত ২ উইকেট হারিয়ে যখন দল বিপদে, তখন জুটি গড়েন রাব্বি-শামসুর। কিন্তু ২০তম ওভারে আবারো তাসকিনের তোপে দক্ষিণাঞ্চলের আরেকটি উইকেট পড়ে যায়৷ ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন শামসুর।
৩ উইকেট হারিয়ে যখন দলীয় ৭০রান, তখন হাল ধরেন রিয়াদ-রাব্বি। ৩১ রানের ইনিংস খেলেন রিয়াদ। ৭১ রানের পার্টনারশিপ ভাঙে আরিফুলের বলে। রাব্বি ১২৫ রানের ইনিংস খেলেন। এরপর আর তেমন কেউ বড় জুটি গড়তে পারেন নি। ২৬২ রানে থামে দক্ষিণাঞ্চল।
উত্তরাঞ্চলের হয়ে সুমন ৩ টি, তাসকিন-এবাদত-আরিফুল ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
দক্ষিণাঞ্চলঃ ২৬২/১০ ( ৬৭.৪ ওভার)
রাব্বি ১২৫, রিয়াদ ৩১
সুমন ৩/৬৭
উত্তরাঞ্চলঃ ৪৬/৫ ( ১২ ওভার)
রনি ২৬*, সানজামুল ১৬
শফিউল ৫/৩০