নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে জীবনের সেরা সময় পার করছেন জো রুট। ইতোমধ্যেই দশ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার সবমিলিয়ে যদি ১৭০-১৮০ টি টেস্ট খেলতে পারেন তাহলে শচিন টেন্ডুলকার-রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙতে পারেন, এমনটাই ধারণা শেন ওয়াটসনের।
১০ হাজারি ক্লাবে রুটই সবচেয়ে দ্রুততম। তার সময় লেগেছে ৯ বছর ১৭১ দিন। যেখানে তিনি পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ অ্যালিস্টার কুককে। তবে মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান কুক। এবার রুটের সামনে সেই সুযোগ দেখছেন ওয়াটসন।
তিনি বলেন,”সে যদি ১৭০-১৮০ টি টেস্ট খেলতে পারে তাহলে শচিন, পন্টিংয়ের কাছাকাছি চলে যাবে। সে এতটাই ভাল খেলছে যে, সে যে কারও রেকর্ড ছুঁতে পারে। অবশ্য, তার সামনে অনেক ক্রিকেট (ম্যাচ) রয়েছে, তাই আমি মনে করি সে খুব কাছাকাছি যেতে চলেছে।”
বিরাট কোহলি কিংবা বাবর আজমদের সামনে এখনও অনেক সময় বাকি আছে। ক্যারিয়ারের বাকিটা জুড়ে তারা যদি ফর্ম ধরে রাখতে পারেন তাহলে তাদেরও সম্ভাবনা আছে।
ওয়াটসন বলেন,”বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ এখনও পরবর্তী তিন থেকে চার বছর রান করতে পারে। আপনি কখনই বলতে পারেন না যে, তারাও সর্বকালের সেরা রান স্কোরারদের তালিকায় পৌঁছে যাবে কি না। আমরা খুবই ভাগ্যবান যে, গত ছয় থেকে সাত বছর ধরে বিশ্ব ক্রিকেটে এই চারজনকে পেয়েছি। তাদের সেরা সময়ে তাদের দেখতে পাওয়া সবসময় বিশেষ কিছু।”