নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের শেষ সময়ে জ্যামাইকা তালাওয়াস দলের সাথে যুক্ত হোন লিটন দাস। আগেই প্লে অফের স্বপ্ন ভঙ্গ হওয়া জ্যামাইকার হয়ে আজ নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন লিটন। এই দুই ম্যাচেই হেরেছে জ্যামাইকা তালাওয়াস। প্রথমে ম্যাচের পরে আজ নিজের দ্বিতীয় ম্যাচেও ২১ রান করেছেন বাংলাদেশী এই ব্যাটসম্যান।
গায়ানার প্রোভিন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শুরুতেই গায়ানার টপ অর্ডারকে ফিরিয়ে দিয়ে ভালো কিছুর জানান দেয় তালাওয়াস বোলাররা। কিন্তু গায়ানা অধিনায়ক শোয়েব মালিক একই দলকে টেনে নিয়ে যান। মাত্র ৪৫ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৭৩ রান করেন তিনি। এছাড়া শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৪৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের ভালো পুঁজি পায় গায়ানা।
১৫৭ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই বিপাকে পরে জ্যামাইকা। ইনিংসের প্রথম বলেই বোল্ড হন অধিনায়ক ক্রিস গেইল। ১৪ বলে মাত্র ৮ রান করে ফেরেন চ্যাডউইক ওয়ালটনও। এর পরেই চার নম্বরে ব্যাট করতে নামেন লিটন দাস। ব্যক্তিগত ৬ষ্ঠ বলে হেমরাজের বলে নিজের প্রথম বাউন্ডারি হাঁকান তিনি। একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখা লিটন অপরপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করে হয়েছেন ব্যর্থ। ১৫ তম ওভারের ১ম বলে কিমো পলের বলে হেমরাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। ২৫ বলে ২ চারে ২১ রান করে নিজের সিপিএল মিশন শেষ করেন তিনি।
লিটনের এমন দুর্দিনে আলো ছড়িয়েছেন ইমরান তাহির, কায়েস আহমেদ, কিমো পলরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় জ্যামাইকা তালাওয়াস। গায়ানা ম্যাচ জেতে ৭৭ রানে।