সাকিব শাওন »
লিটন দাস বরাবরই একজন প্রতিভাবান খেলোয়াড়। সবসময় চেষ্টা করেন দলের জন্য রান করতে। কখনোও সফলতা পান আবার কখনোও পান না। তবুও দমে যান না এই ওপেনার।
চলতি জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডের পর এবার টি-২০ তেও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। আর তাঁর দারুণ এই ছন্দে ফেরায় খুবই খুশি অধিনায়ক রিয়াদ। তিনি আরো বলেছেন লিটনের রান করার ক্ষুধা অনেক। রান করার জন্য সবসময় মুখিয়ে থাকে। তাঁর ব্যাটিংয়ে অন্যরকম মুগ্ধতা আছে।যেটা আগে অনেকেই বলেছেন।
চলতি টি-২০ সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৫৯ রান। আজ দ্বিতীয় ম্যাচে করেছেন ৬০ রান। পুরো জিম্বাবুয়ে সিরিজ লিটন দাসের ছিলো।
ওয়ানডেতে পেয়েছেন ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস। তাইতো ওয়ানডের পর টি-২০ তেও সিরিজ সেরার পুরস্কার জিতে নিলেন এই ওপেনার।