লিটন-নাইমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি’র আমন্ত্রণে ইডেনে বসেই প্রথম দিনের খেলে দেখে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বিসিসিআই সভাপতি হিসেবে নিযুক্ত হন গাঙ্গুলি। তার পরেই দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ ও ভারতকে নিয়ে গোলাপি বলে নিজ শহর কলকাতায় ম্যাচটি আয়োজন করেছেন। সাথে নানান উদ্যোগ নেন তিনি, তার মধ্যে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ।

ইডেনে প্রথম দিনেই ৩০.৩ ওভারে ১০৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। তবে দলের এ দূর্দশার দিনে লিটন ও নাঈমকে মাঠ ছাড়তে হয়েছে। তবু লিটন আউট হয়ে নয়, ফিরেছেন আঘাত পেয়ে। সাথে নাঈম হাসান ও আঘাতের শিকার হয়েছেন।

ভারতের বোলাদের বাউন্সারে মাথায় লিটন ও নাঈম আঘাত পান। তাদের দুজনকে কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে নেওয়া হয়। সেখানে দুজনের মাথায় সিটি স্ক্যান করা হয়। তবে লিটন দাশ হালকা মাথা ব্যথার কথা বলেছেন। অন্যদিকে সেখানকার সিইও রুপালি বসু বলেন, ‘পরীক্ষার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে, বড় ধরনের কোনো ইঞ্জুরি ধরাপড়ে নি।’

দু জনের আঘাত পাওয়ার দৃশ্য দেখেন প্রধানমন্ত্রী। তখন তিনি মাঠে বসে থাকতে পারেননি। সাথে সাথে হাসপাতালে তাদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। লিটন-নাইমকে হসপিটালিটি বক্সের নিচে ডেকে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা ‘আইএএনএস’।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »