নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভাগ্য আর মোহাম্মদ সাইফউদ্দিন কিছুতেই যেন এক হতে পারছে না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগের দিনে তিনি গোড়ালির চোটে পড়েছিলেন। তারপর সেই টি-টোয়েন্টি কাপে অর্ধেক ম্যাচ খেললেও বাকি ম্যাচগুলোতে তাকে ডাগ আউটে বসে থাকতে হয়েছিল।
টুর্নামেন্ট চলাকালীন সময়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় তার পায়ের এমআরআই করা সম্ভব হয়নি। তাই টুর্নামেন্ট শেষে এমআরআই করানোর পর জানা গেছে তার লিগামেন্টে এখনো কিছু জটিলতা রয়ে গেছে। এ কারণে তাঁকে ৩ সপ্তাহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন, সাইফউদ্দিন নিজেই।
তিনি বলেন,’আমরা যখন টুর্নোমেন্ট চলাকালীন বায়ো বাবলে ছিলাম যার কারনে এমআরআইটা করতে পারি নাই। তো এমআরআই যখন টুর্নামেন্ট শেষ হয় করি এখানে লিগামেন্টে কিছু সমস্যা ছিল। আমি অনুভব করছিলাম যে নরমালি ব্যাথা হলে এক সপ্তাহ পর চলে যাওয়ার কথা। তারপর কিছুটা সমস্যা হচ্ছিলো। তো লিগামেন্টের সমস্যা হওয়ার পর এখন যে দেবাশীষ স্যার আছে ফিজিও আছে আমাদের শাওন ভাই, বায়োজিদ ভাই তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। উনাদের প্লান অনুযায়ী আগাচ্ছি আর কি।”
এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর একদিন আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেশনের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন এই পেস বোলিং অলরাউন্ডার।