লম্বা সময়ের নিষেধাজ্ঞায় সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সবধরণের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। সাকিব আল হাসান আইসিসির অ্যান্টি করাপশন কোড লঙ্ঘন করে তিনটি ভিন্ন চার্জে অভিযুক্ত হয়েছেন। সাকিব এটা স্বীকার করেছেন ও মেনে নিয়েছেন।

২ বছর আগে সাকিব ক্রিকেট জুয়াড়ির সঙ্গে ফোন আলাপ হয়। তবে সাকিব ক্রিকেট জুয়াড়ির প্রস্তাব নাকচ করে দেয়। কিন্তু সাকিব বিষয়টি কাউকে জানায় নি। এর ফলে আইসিসি সাকিবকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে আইসিসি। শাস্তির মেয়াদটা ছিলো ২ বছর। সাকিব সবকিছু স্বীকার করে নেওয়ায়, ১ বছর কমানো হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টে স্পষ্ট বলা আছে, ক্রিকেট জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »