লজ্জার ইনিংস ব্যাবধানে হার বাংলাদেশের!

মারুফ ইসলাম ইফতি »

সাদা পোশাকে বাংলাদেশ ক্রিকেট যেন থমকে গেছে ব্যর্থতার মায়াজালে। আবারো ব্যর্থতার ষোলকলা পূর্ন করে লজ্জার ইনিংস ব্যাবধানের হার।

রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ৪৪ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ।

২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে পাহাড়সম ৪৪৫ রানের সংগ্রহ দুই ইনিংস ব্যাট করে টপকাতে পারেনি মমিনুল বাহিনী।প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া ২৩৩ রানের সংগ্রহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।যার ফলে ২১২ রানের লিড জমা হয় স্বাগতিকদের।২১২ রানের লিড টপকে পাকিস্তানকে
টার্গেট ছুড়ে দেওয়ার লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন উইকেট টু প্যাভিলিয়নে আসা যাওয়ার প্রতিযোগীতায়।টার্গেট ছুড়ে দেওয়া তো অনেক পরের কথা, টাইগাররা দ্বিতীয় ইনিংসে টপকাতে পারেনি পাকিস্তানের লিড সংগ্রহের ২১২ রান।নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার ষোলকলা পূর্ন করে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৮ রানে। যার ফলে এক দিন হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

উল্লেখ্য প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৩৩ রান।দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান এসেছিল মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে।পাকিস্তানের হয়ে শাহেনশাহ আফ্রিদি নিয়েছেন টাইগারদের ৪ উইকেট।
বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শান মাসুদ ও বাবর আজমের সেঞ্চুরির উপর ভর করে ৪৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।যার ফলে ২১২ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যার ফলে লজ্জার ইনিংস ব্যবধানে হার সফরকারীদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »