লঙ্কানদের নিয়ে ছেলেখেলা করল নিউজিল্যান্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। লঙ্কানদের দেয়া ১৩৭ রানের লক্ষ্য কিউইরা টপকে গেছে কোনো উইকেট না হারিয়েই।

টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরু থেকেই বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ডের। দলীয় ৪ রানে ওপেনার লাহিরু থিরিমান্নেকে হারানোর পর দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা মিলে গড়েন ৪২ রানের জুটি। এরপরই যেন তাসের ঘরের মত ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। কিউই পেসারদের গতির কাছে আত্মসমর্পন করে মাত্র ২৯.২ ওভারেই লঙ্কানরা গুটিয়ে যায় ১৩৬ রানে।

লঙ্কানদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান আসে অধিনায়ক করুনারত্নের ব্যাট থেকে। তাছাড়া কুশল পেরেরা ২৯ ও থিরারা পেরেরার ব্যাট থেকেও আসে ২৭ রান। দলের বাকি ৯ ব্যাটসম্যানের কেউই নিজেদের রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ফার্গুসেন ৩টি, ম্যাট হেনরি ৩টি, স্যান্টনার ১টি, নিশাম ১টি, গ্র্যান্ডহোম ১টি এবং ট্রেন্ট বোল্টের ঝুলিতে যায় ১টি করে উইকেট।

১৩৭ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান বোলারদের কোনো সুযোগই দেয়নি কিউই দুই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কলিন মুনরো। মার্টিন গাপটিলের অপরাজিত ৭৩ ও মুনরোর অপরাজিত ৫৮ রানে চড়ে মাত্র ১৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেন উইলিয়ামসনের দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »