লঙ্কান বোর্ডের কাছে ক্ষতিপূরণ চাইলেন হাথুরু

সাজিদা জেসমিন »

বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেট দল হাথুরুর অধীনে ভালো করতে পারেনি, তারা টুর্নামেন্টে ৬ষ্ঠ তম দল হয়ে বিশ্বকাপ পর্ব শেষ করে। এরপরেই হাথুরুসিংহে ও তার সহকারীদের নিয়ে অভিযোগ উঠে। তৎকালীন লঙ্কান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো হাথুরু অতিরিক্ত বেতন নিয়েও চাহিদা মাফিক ফলাফল দিতে পারছেন নাহ বলে অভিযোগ করেন।

সব সুযোগ-সুবিধা মিলে প্রতি মাসে ৬০০০০ মার্কিন ডলার ছিলো হাথুরুসিংহের বেতন। চুক্তি অনুযায়ী ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবার কথা ছিল তার দায়িত্ব। কিন্তু হারিনের মন্তব্য ছিলো এ-ই টাকা দিয়ে পুরো কোচিং স্টাফের বেতন দেওয়া সম্ভব। চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও চাহিদামাফিক ফলাফল না পাওয়ায় লঙ্কান বোর্ড বহু আগেই হাথুরুসিংহ কে বরখাস্ত করেছে। আর এবার এ-ই ইস্যুকে ভিত্তি করে লঙ্কান বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন হাথুরু।

২০১৯ সালের ডিসেম্বরে প্রোটিয়া কোচ মিকি আর্থারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার গ্রান্ট ফ্লাওয়ারকে ব্যাটিং কোচ, অস্ট্রেলিয়ান ডেভিড সাকারকে বোলিং কোচ ও শেন ম্যাকডেরমটকে ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট।

পরিমাণটাও বড়, ৫ মিলিয়ন মার্কিন ডলার, এমন তথ্যই দিয়েছেন লঙ্কান বোর্ড সেক্রেটারি সিলভা। ডি সিলভা এএফপিকে জানান, ‘সে চিঠির মারফতে বোর্ডের কাছে ৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছে।’  হাথুরুসিংহের দাবি সম্পর্কে সম্পূর্ণ জানা যায়নি। শ্রীলঙ্কার জনপ্রিয় গণমাধ্যম সানডে আইল্যান্ড জানিয়েছে হাথুরু চুক্তির মেয়াদ অনুযায়ী বাকি ১৮ মাসের বেতন চেয়েছে।

হাথুরু এটাও বলেছেন যে তাকে অযাচিতভাবে দায়িত্ব থেকে সরানোর কারণে আন্তর্জাতিক কোচ হিসাবে তার সম্মানহানি ঘটেছে। বেতন ও ক্ষতিপূরণ হিসাব করেই তিনি ক্ষতিপূরণের পরিমাণ জানিয়েছেন। যদিও বা বোর্ড থেকে ৬মাসের বেতন দেওয়ার ব্যাপারে জানানো হয়েছে। তবে হাথুরু জানিয়েছেন ক্ষতিপূরণ না পেলে তিনি মামলা করবেন বোর্ডের বিরুদ্ধে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »