নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাটিতে ভারত কতটা শক্তিশালী দল, এ বিষয়ে আপনি আমি সবাই অবগত। বিগত কয়েক বছর ধরে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হারের রেকর্ড নেই এই দলটার। নিজেদের মাটিতে ভারত যেনো একেবারে অপ্রতিরোধ্য। প্রতিপক্ষ দলকে নাকানিচুবানি খাইয়ে একেকটা জয় তুলে নেয় তারা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই সমান ভাবে আলো ছড়ায় ভারতীয়রা।
এবার অপ্রতিরোধ্য এই দল অর্থাৎ স্বাগতিক ভারতকে টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জ জানাতে পারে এমন একটি একাদশ নির্ধারণ করলেন দুই কিংবদন্তি ক্রিকেটার ভারতের ভিভিএস লক্ষ্মণ ও আফ্রিকান গ্রায়েম স্মিথ। তারা মনে করেন, তাদের নির্ধারিত এই একাদশটি টেস্ট ক্রিকেটে রুখে দিতে কোহলি-রোহিতদের।
তাদের এই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এছাড়া ডি কক ও মুশফিকুর রহিমের মধ্যে যেকোন একজন পাবেন চূড়ান্ত একাদশে খেলার সুযোগ।
লক্ষ্মণ-স্মিথের ড্রিম একাদশে আছেন যারাঃ–
ডিন এলগার, তামিম ইকবাল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), স্টিভেন স্মিথ, জো রুট/বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, ডি কক/মুশফিকুর রহিম (উইকেট কিপার), প্যাট কামিন্স, জোফরা আর্চার/ট্রেন্ট বোল্ড ও নাথান লায়ন।