নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়েছে বাংলাদেশ ও ভারত টেস্ট সিরিজ। দু দলের ক্রিকেটাররা বেশ রোমাঞ্চিত ছিলো ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচটি নিয়ে। তবে তা শেষে এখন প্রকাশিত করা হয়েছে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং। টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিক-লিটনের।
মুশফিকুর রহিম আগের অবস্থান থেকে এগিয়ে এসেছেন আরো ৪ ধাপ। দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে হলেও দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৭৪ রানের ইনিংস। আর তাতেই এ ডানহাতি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৪ ধাপ। ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২৬ নম্বরে এখন মুশফিকুর রহিম।
অন্যদিকে উন্নতি হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাশের। ৮ ধাপ এগিয়েছেন টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে। ৪১৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় তার অবস্থান ৭৮তম স্থানে। তবে বাংলাদেশী অন্য ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি।
বরাবরের ন্যায় টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে প্রথম স্হানে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় স্হানে ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন। তৃতীয় স্থানে ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।