https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে বিপদের কাণ্ডারি হয়ে প্রতি ম্যাচেই আবির্ভূত হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে টাইগাররাযে ৩টি ম্যাচে জয়ের মুখ দেখেছে সেখানে তো ম্যাচ সেরা হয়েছেনই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারলেও সেখানে সেই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে ছয় শতাধিক রান এবং বল হাতে ১১ উইকেট নিয়ে রেকর্ড বুকেও নাম লেখিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিবের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে উন্নতির মুখ দেখেছেন সাকিব। ব্যাট হাতে সাকিব ৬৯২ রেটিং নিয়ে উঠে এসেছেন ২২ নম্বর ব্যাটসম্যানের তালিকায়। যা তার ক্যারিয়ারের এরা অবস্থান।
অন্যদিকে বল হাতে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে সাকিবের অবস্থান এখন ২৭ নম্বরে। অলরাউন্ডার হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগেই ছিলেন ওয়ানডেতে সেরা অলরাউন্ডার।
এদিকে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ বল হাতে এগিয়েছেন ছয় ধাপ। ৬২৪ রেটিং নিয়ে মিরাজ উঠে এসেছেন বোলারদের তালিকায় ১৬ নম্বর অবস্থানে। এছাড়া ৭০৪ রেটিং নিয়ে ওয়ানডে ব্যাটম্যানদের তালিকায় ১৯ নবরে মুশফিক ও বোলারদের তালিকায় বাংলাদেশীদের মধ্যে সবার উপরে ১৪ নম্বরে ররয়েছেন মুস্তাফিজুর রহমান।